মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 8, 2024 2:02 PM

printer

উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদনের মধ্যে দিয়ে  চারদিনব্যাপী ছট পুজো আজ শেষ হয়েছে। 

উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদনের মধ্যে দিয়ে  চারদিনব্যাপী ছট পুজো আজ শেষ হয়েছে।  চতুর্থ  দিনে আজ ভোরের আলো ফোটার আগেই পুন্যার্থীরা পূজা উপাচার এবং ফলমূল সহ নদীর ঘাটে স্নান ও প্রার্থনার উদ্দেশ্যে সমবেত  হন। এই  সূর্য উপাসনার পর হয় পারান, সেখানে ভক্তরা প্রসাদ খেয়ে ৩৬ ঘন্টার  উপবাস ভঙ্গ করেন।  

বিহারে এই ঊষাকালীন  অর্ঘ প্রদানের জন্যে লক্ষ লক্ষ পুন্যার্থী সমবেত হন গঙ্গা, গণ্ডক , কোশী , মহানন্দা, বাগ মতি , ও অন্যান্য নদীর ঘাটে । সূর্যদেব ও ছট মাতাকে উপাসনা করেন তাঁরা ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছট উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি এই উৎসব প্রত্যেকের জীবনে সুখ, স্বাচ্ছন্দ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন ।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।