উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরো অন্তত আট জন নিখোঁজ।
সরকারি সূত্রে জানা গেছে, গত সন্ধ্যায় গুরুদম্বা লেক দেখে ফেরার পথে চুংথাং ও মুনসিথাং-এর মাঝে পর্যটক বাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় এক হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িতে চালকসহ মোট এগারো জন যাত্রী ছিলেন। এরা বিভিন্ন রাজ্য থেকে সেখানে বেড়াতে গিয়েছিলেন।
ঘটনার পরেই সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, NDRF ও সিকিম প্রশাসন খারাপ আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ শুরু করে। দুজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্গম এলাকা ও নদীর স্রোতের কারণে উদ্ধার কাজে চরম অসুবিধা হচ্ছে।
পর্যটকদের পরিচয় জানার চেষ্টা চলছে।