মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 19, 2025 9:33 AM

printer

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও BSP নেত্রী মায়াবতী, আকাশ আনন্দকে দলের জাতীয় মুখ্য সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন।

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও BSP নেত্রী মায়াবতী, আকাশ আনন্দকে দলের জাতীয় মুখ্য সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন। গতকাল নতুন দিল্লিতে জাতীয় স্তরের এক বৈঠকে আকাশ আনন্দ-এর হাতে BSP-র ভবিষ্যত কর্মসূচীর দায়িত্ব অর্পণ করা হয়।    

বৈঠকে BSP প্রধান, পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার প্রত্যাঘাতে দেশের সেনাদের সাহস ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলেই তিনি মনে করেন। এর পাশাপাশি দেশের উন্নয়নে যাবতীয় মনোযোগ’ও দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন