উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও BSP নেত্রী মায়াবতী, আকাশ আনন্দকে দলের জাতীয় মুখ্য সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন। গতকাল নতুন দিল্লিতে জাতীয় স্তরের এক বৈঠকে আকাশ আনন্দ-এর হাতে BSP-র ভবিষ্যত কর্মসূচীর দায়িত্ব অর্পণ করা হয়।
বৈঠকে BSP প্রধান, পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার প্রত্যাঘাতে দেশের সেনাদের সাহস ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলেই তিনি মনে করেন। এর পাশাপাশি দেশের উন্নয়নে যাবতীয় মনোযোগ’ও দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।