উত্তর পৃর্ব ভারতে আজ ভারী বর্ষণের ও আগামী ৬ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতয়। আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, পূর্ব রাজস্থান এবং কর্ণাটকে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পশ্চিম রাজস্থানে এ মাসের ৯ তারিখ পর্যন্ত ধূলিঝড়ের সম্ভাবনা। আজ পর্যন্ত ওড়িশায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এবং পশ্চিম রাজস্থানে আগামী ৭ থেকে ৯ জুন একই পরিস্থিতি তৈরি হতে পারে। জাতীয় রাজধানী দিল্লি ও আশপাশ এলাকায় আজ আকাশ অংশত মেঘলা থাকবে।