উত্তর- পশ্চিম বঙ্গোপোসাগরের ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি ক্রমে উত্তরদিকে অগ্রসর হওয়ায় আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বত্রই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইতিমধ্যেই গত রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজ সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী ৩১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত এককথা জানিয়েছেন।
নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ হলুদ সতর্কতা জারী করা হয়েছে। জেলার পাথরপ্রতিমা, নামখানা, সাগর, কুলতলি, গোসাবা, কাকদ্বীপের নদী ও সমুদ্রবাঁধের কানায় কানায় জল। আজ থেকে রয়েছে জলোচ্ছ্বাসের সতর্কতাও। পাথরপ্রতিমার জি- প্লট, দূর্বাচটিতে সমুদ্র ও নদীর জল বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় দফায় দফায় বৈঠক করছে। দুর্যোগ মোকাবিলায় সব বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কন্ট্রোলরুম খোলার পাশাপাশি বিডিও অফিসে শুকনো খাবার, পানীয়জল, ত্রিপল মজুত রাখা হয়েছে।