মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 30, 2025 7:18 PM

printer

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে। ধীরে ধীরে তা পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরই সঙ্গে  বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত।

এদিকে, বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৮ দশমিক ৮ মিলিমিটার। মত্স্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারি থেকে অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও থাকছে হলুদ সতর্কতা।

ভারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের সব জেলাতেই।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন