উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে।এর প্রভাবে আগামীকালও রাজ্যের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা জানান হয়েছে। একটি প্রতিবেদন-
এদিকে, উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, বৃষ্টিতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক সাত ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা প্রায় সাড়ে ৫ ডিগ্রী কম। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০ দশমিক এক মিলিমিটার।