উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূল এলাকায় আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় তা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী দু-দিন দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। সর্বত্রই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।
এদিকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যেই উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যেই প্রবেশ করেছে। আগামী দু তিন দিনের মধ্যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে এবং সিকিমে বর্ষা প্রবেশ করতে পারে বলে তিনি জানিয়েছেন।
Site Admin | May 27, 2025 9:50 PM
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূল এলাকায় আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।
