উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুওয়ানিতে থাল-পিথোরা গড় সড়কে আজ সন্ধ্যায় একটি যাত্রীবাহী গাড়ি নদীতে পড়ে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের নিকটতম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন । আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।