মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 5, 2025 5:34 PM

printer

উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় ধারালী অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি ও তারপর  হড়পা বানে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় ধারালী অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি ও তারপর  হড়পা বানে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে যুদ্ধকালীন তৎপরতায়  ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। সাহায্য নেওয়া হচ্ছে সেনাবাহিনী, NDRF এবং এস ডি আর এফ -এর ।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনায়  গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, নাগরিকদের নিরাপদ স্থানে পুনর্বাসনের ওপরে অগ্রাধিকার দেওয়া   হচ্ছে , পরিস্থিতির ওপরেও ক্রমাগত নজরদারি  চালানো হচ্ছে। প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে ।  ক্ষতিগ্রস্ত নাগরিকদের  সবরকম  সম্ভাব্য সাহায্য করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

 এদিকে  স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ , উত্তর কাশী জেলায় ধারালী অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের পর  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ভারত তিব্বত সীমান্ত পুলিশ , ITBP র  তিন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি দলকে ত্রাণ ও উদ্ধার কাজে পাঠানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন