প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গে বেশ কিছু ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রের খবর। আজ নিউ জলপাইগুড়ি – আলিপুরদুয়ার – নিউ জলপাইগুড়ি টুরিস্ট স্পেশাল, ধুবড়ি – শিলিগুড়ি জংশন DEMU এবং শিলিগুড়ি জংশন – বামনহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া গতকাল শিয়ালদা থেকে ছেড়ে যাওয়া শিয়ালদা – আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আজকে আলিপুরদুয়ার জংশন – দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, কামাখ্যা – Dr. আম্বেদকর নগর এক্সপ্রেস ঘুর পথে চালানো হবে।আজ আলিপুরদুয়ার জংশন – শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস বিন্নাগুড়ি এবং শিলিগুড়ি জংশন – ধুবড়ী DEMU গুলমা স্টেশন পর্যন্ত যাবে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।
Site Admin | October 5, 2025 1:57 PM
উত্তরবঙ্গে বেশ কিছু ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রের খবর
