উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ের ওপর আজ ভোরে দুটি পৃথক দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
মথুরার এসএসপি জানিয়েছেন, ভোর তিনটে নাগাদ একটি মিনি ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত ও ২ জন গুরুতর জখম হন। তার ঘন্টাখানেক পরেই দিল্লী থেকে মধ্যপ্রদেশে গামী একটি বেসরকারি বাস উল্টে গেলে ১৭ জন গুরুতর আহত হন।