মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 6, 2025 10:50 PM

printer

উজবেকিস্তানের তাশখন্দে আন্তঃ সংশোদীয় ইউনিয়নের ১৫০ তম সম্মেলনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভাষণ দিয়েছেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, ভারতীয় সংবিধানের মূল আদর্শ হল সব নাগরিককে সমভাবে গন্য করা, সকলের জন্য সমান সুযোগের ব্যাবস্থা করা, এবং সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে মূল স্রোতে সামিল করা।

উজবেকিস্তানের তাশখন্দে আন্তঃ সংশোদীয় ইউনিয়নের ১৫০ তম সম্মেলনে তিনি আজ ভাষণ দিচ্ছিলেন। এই সম্মেলনের মূল ভাবনা হল, “সামাজিক উন্নয়ন ও ন্যায়ের জন্য সংসদের কাজ”। শ্রী বিড়লা বলেন, ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সনহিতা চালু করে ভারত, ন্যায়ের পরাকাষ্ঠা স্থাপন করেছে। সামাজিক ন্যায় সুরক্ষার বিকাশ ঘটাতে এবং সমাজের সকল শ্রেণীর মানুষকে সামিল করতে ভারতীয় সংসদ একাধিক গুরুত্বপূর্ণ বিধি প্রনয়ন করেছে বলে শ্রী বিড়লা উল্লেখ করেন।

শ্রী বিড়লা আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত, বিশ্বের দ্রুত বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশে রুপান্তরিত হওয়ার গৌরব অর্জন করেচে এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ভারত এগিয়ে চলেছে।

শ্রী বিড়লা IPU শীর্ষ বৈঠকের পাশাপাশি National Assembly-er সভাপতি Tran Thanh Man-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে শ্রী বিড়লা দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের উল্লেখ করে বলেন, সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক আরও মজবুত হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন