মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 9, 2025 7:01 PM

printer

ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন বলেছেন, অপারেশন সিন্দুর চলাকালীন সমস্ত ভারতীয় উপগ্রহ চব্বিশ ঘন্টা সক্রিয়ভাবে কাজ করেছিল এবং প্রয়োজন অনুসারে সবরকম সহযোগিতা করেছিল।

ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন বলেছেন, অপারেশন সিন্দুর চলাকালীন সমস্ত ভারতীয় উপগ্রহ চব্বিশ ঘন্টা সক্রিয়ভাবে কাজ করেছিল এবং প্রয়োজন অনুসারে সবরকম সহযোগিতা করেছিল।

নতুনদিল্লিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে, ভারত কীভাবে ইসরো ভারতের প্রযুক্তিগত ক্ষেত্রকে শক্তিশালী করছে, এবং মহাকাশ ক্ষেত্রে ভারতকে আন্তর্জাতিক স্তরে অন্যতম প্রধান নেতৃত্বাধীন দেশ হিসেবে তুলে ধরার জন্য উদ্যোক্তাদের অনুপ্রাণিত করছে – তা নিয়ে শ্রী নারায়ণন অবহিত করেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতের সশস্ত্র বাহিনী দেশে উৎপাদিত প্রতিরক্ষা উপাদানের গতি বৃদ্ধি করার পাশাপাশি রপ্তানিও বৃদ্ধি করেছে। তিনি বলেন, প্রতিপক্ষের প্রযুক্তি উন্নত হবার সঙ্গেই ভারতীয় সেনার লক্ষ্য পরিবর্তিত হবে। ভারতের প্রযুক্তি যাতে প্রতিপক্ষের প্রযুক্তিকে পরাস্ত করতে পারে তা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।