ইরাকে একটি গুহার সন্ধান চালানোর সময় মিথেন গ্যাসের সংস্পর্শে এসে তুরস্কের ১২ জন সেনা প্রাণ হারিয়েছেন। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে গতকাল এক অভিযান চলাকালীন ১৯ জন সেনা জওয়ান এই মিথেন গ্যাসের সংস্পর্শে আসেন। অবিলম্বে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১২ জনের মৃত্যু হয়। ২০২২ সালের মে মাসে ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে তুরস্কের সেনা ও কূর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অভিযান চালানোর সময় বন্দুকের গুলিতে মৃত এক সেনার দেহের সন্ধানে গিয়েছিলেন এই জওয়ানরা।
উল্লেখ্য, মিথেন গ্যাস সরাসরি প্রাণঘাতী না হলেও বদ্ধ জায়গায় এই গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হতে পারে।