ইজরায়েলের আল্ট্রা অর্থোডক্স সাস পার্টি, বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। এদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ধর্মীয় শিক্ষার্থীদের ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেবার বিষয়টি নিশ্চিত করতে আইন প্রণেতাদের ব্যর্থতার প্রতিবাদেই তাদের এই পদত্যাগ। ওই একই ইস্যুতে আরেকটি আলট্রা অর্থোডক্স পার্টি, ইউনাইটেড তোরা জুডাইজম সরকার থেকে পদত্যাগ করার একদিন পরেই শাসের এই সিদ্ধান্ত।
উল্লেখ্য গত বছর ইসরাইলের সুপ্রিম কোর্ট পড়ুয়াদের এই অব্যাহতি বাতিলের নির্দেশ দিয়েছিল।গত বছর, ইসরায়েলি সুপ্রিম কোর্ট এই অব্যাহতি বাতিলের নির্দেশ দিয়েছে। সংসদ একটি নতুন নিয়োগ বিল তৈরির চেষ্টা করছে, যা এখনও পর্যন্ত শাস এবং UTJ উভয়ের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে।