আসন্ন জনগণনার সময় আধিকারিকদের সুবিধার্থে সেলফ এনিউমারেশনের জন্য একটি বিশেষ ডেডিকেটেড ওয়েব পোর্টাল চালু থাকবে। ২০২৭ এর জনগণনার উভয় পর্বের জন্যই এটি কার্যকর থাকবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনশাস কমিশনারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একগুচ্ছ বার্তায় জানানো হয়েছে, এবারের আদমশুমারী হবে দেশের প্রথম ডিজিটাল জনগননা। ইংরাজী, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। গণনাকারী এবং পরিদর্শকরা তথ্য সংগ্রহের জন্য নিজেদের মোবাইল ফোন ব্যবহার করবেন।
উল্লেখ্য, ২০২৭ এর জনগণনার জন্য গতমাসে গেজেট বিজ্ঞপ্তি জারী হয়েছে। একই মর্মে রাজ্য গেজেটে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করতে এবং জনগণনার জন্য নোডাল আধিকারিক নিয়োগ করতে সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে বলা হয়েছে। দুটি পর্যায়ে জনগননা হবে। ২০২৬ সালের প্রথম পর্বে আবাস তালিকা এবং সেই সংক্রান্ত গণনা হবে। জনসংখ্যার ভিত্তিতে গণনা হবে দ্বিতীয় পর্বে।