আসন্ন এশিয়া কাপের ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করতে জাতীয় দলের নির্বাচকরা আজ মুম্বাইয়ে বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে এক বৈঠকে মিলিত হবেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এ বছরের এশিয়া কাপ আগামী ৯ই সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে। এই চ্যাম্পিয়নশিপে গ্রুপ A তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, ওমান এবং আয়োজক দেশ সংযুক্ত আরব অমিত শাহী। ভারতের প্রথম ম্যাচ আগামী ১০ই সেপ্টেম্বর আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ভারতের দ্বিতীয় ম্যাচে আগামী ১৪ই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে এবং তৃতীয় ম্যাচে ১৯শে সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে।
Site Admin | August 19, 2025 4:19 PM
আসন্ন এশিয়া কাপের ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করতে জাতীয় দলের নির্বাচকরা আজ মুম্বাইয়ে বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে এক বৈঠকে মিলিত হবেন।
