আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনীভাবে বিক্রি এবং পশু পাচারের অভিযোগে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে‘র ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে আজ কেন্দ্রের এডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, তাদের রিপোর্ট দিতে সপ্তাহ দুয়েক সময় লাগবে। তিনি আরও বলেন, আদালতের নির্দেশের আগেই কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। যদিও মামলাকারীদের তরফে এখনও সাপ্লিমেন্টারি হলফনামার কপি তারা পান নি। দ্রুত ঐ কপি কেন্দ্রকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী পয়লা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
Site Admin | August 13, 2025 9:47 PM
আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনীভাবে বিক্রি এবং পশু পাচারের অভিযোগে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে
