অপারেশন সিন্দুরের পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কেন্দ্র বাংলার উন্নয়ন করতে সচেষ্ট । বাংলার উন্নয়ন ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। জনসভা থেকে প্রধানমন্ত্রী ১ হাজার ১৭ কোটি টাকার সিটি গ্যাস প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্পের ফলে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য পাইপের সাহায্যে গ্যাস বিতরণ সম্ভব হবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপর বিকেলে পাটনায় বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন।
আগামীকাল বিহারের কারাকাট-এ ৪৮ হাজার ৫২০ কোটি টাকার বেশী মূল্যের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন। একটি জনসভাতেও তাঁর বক্তব্য রাখার কথা। এদিকে, প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে আগামীকাল ২০ হাজার ৯০০ কোটি টাকার বেশী মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের’ও সূচনা করবেন।