মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 16, 2025 10:25 AM

printer

আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নামে ছেলেখেলা করেছে বলে অভয়ার বাবা মা অভিযোগ করেছেন।

আর জি কর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নামে ছেলেখেলা করেছে বলে অভয়ার বাবা মা অভিযোগ করেছেন। সীমা পাহুজা সহ CBI আধিকারিকদের তিন সদস্যের দল গতকাল বিকেলে উত্তর ২৪ পরগণার পানিহাটিতে অভয়ার বাড়িতে গিয়ে প্রায় দুই ঘন্টা তার বাবা মায়ের সাথে কথা বলেন।
সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের তাঁরা বলেন, সিবিআইআধিকারিকরা তাদের বোঝানোর চেষ্টা করছেন, মেয়ের ধর্ষণ ও খুনের সঙ্গে একমাত্র সঞ্জয় রায়-ই জড়িত, কিন্তু তা তারা মানতে রাজি নন। CBI সব তথ্য প্রমাণ খতিয়ে না দেখে রাজ্য পুলিশের উপর ভরসা করে তারা তদন্ত করছে বলেও তাঁদের অভিযোগ। খুনের রাতে চিকিৎসকের সঙ্গে যারা ছিলেন CBI কেন তাদের হেফাজতে নিচ্ছে না বা কেন স্বাস্থ্য সচিব নারায়নস্বরূপ নিগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন