মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 9, 2025 9:03 AM

printer

আর জি কর-এর নির্যাতিতার পরিবারের কৌশুলীরা ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন কিনা, সে ব্যাপারে শিয়ালদহ আদালত আজ রায় ঘোষণা করবে।

আর জি কর-এর নির্যাতিতার পরিবারের কৌশুলীরা ঘটনাস্থল পরিদর্শন করতে পারবেন কিনা, সে ব্যাপারে শিয়ালদহ আদালত আজ রায় ঘোষণা করবে। গতকাল এব্যাপারে শুনানি শেষে অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট একথা জানান। নির্যাতিতার পরিবারের আইনজীবি ফিরোজ এডুলজি, কলকাতা হাইকোর্টে এব্যাপারে আবেদন করেছিলেন। হাইকোর্ট এই নিষ্পত্তির দায়িত্ব দেয় শিয়ালদহ আদালতকে।  

  নির্যাতিতার পরিবারের আইনজীবিরা আদালতে জানান, গত বছর ৯’ই আগস্ট তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ওই ঘটনার তদন্তের স্বার্থে তাঁরা অকুস্থলে যেতে চান। সেদিন ঠিক কি কি ঘটেছিল, তা’ বোঝার জন্যই ঘটনাস্থলে যাওয়া প্রয়োজন। শুধুমাত্র ফোটো বা ভিডিও দেখে, তাঁদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছেনা। তবে তাঁরা সেমিনার রুমে যাবেন না।

CBI-এর পক্ষ থেকে এব্যাপারে তাঁদের কোন আপত্তি নেই বলে জানান। এমন কি, CBI-কে সঙ্গে যেতে বললেও, তারা যাবেন বলে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবি পার্থ- সারথি দত্ত। কিন্তু এজন্য কিছু সময় প্রয়োজন।  

তবে রাজ্যের পক্ষ থেকে এব্যাপারে আপত্তি তোলা হয়েছে। সরকার পক্ষের আইনজীবি শীর্ষাহ্ন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘটনাস্থলে যাওয়ার কোনো সংস্থান আইনে নেই। এ ধরণের অনুমতি দেওয়া হলে, আগামী দিনে যে কেউই ঘটনাস্থলে যেতে চাইবে। এই আবেদন খারিজ করার জন্য’ও তিনি বিচারক অরিজিৎ মন্ডলের কাছে আর্জি জানান।      

 ঘটনায় অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলের আইনজীবিরাও, নির্যাতিতার পরিবারের আবেদনের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, হাইকোর্টে যখন আবেদনের শুনানি চলছে, তখন এই ধরণের অনুমতি দেওয়া যায় না। তবে অনুমতি দেওয়া হলে, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফির’ও দাবী জানান তাঁরা।  

এদিকে, নির্যাতিতার পরিবারের অভিযোগ, রাজ্য সরকার এই ঘটনার বিচার চাইছে না, এর মধ্যে দিয়ে তা-ই প্রমাণিত হল। তবে তাঁরা আদালতের ওপর ভরসা রাখছেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন