করদাতাদের সুবিধার্থে আয়কর দপ্তর একটি বিশেষ বই প্রকাশ করেছে। কলকাতায় গতকাল এখন অনুষ্ঠানে ‘হাউ টু হ্যান্ডেল ইনকাম ট্যাক্স প্রবলেমস্’ শীর্ষক এই বইটির ৩৪তম পর্বের আনুষ্ঠানিক প্রকাশ করেন পশ্চিমবঙ্গ ও সিকিমের চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স নিরাজ কুমার। তিনি বলেন,এই বইতে জটিল সমস্যাগুলোকে সরল পদ্ধতিতে সমাধানের উপায় করা হয়েছে। যা করদাতাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন সমস্যার সঠিক সমাধান করা হয়েছে। বইয়ের লেখক নারায়ণ জৈন এবং দিলীপ লোয়ালকা জানিয়েছেন, আয়করের নিয়ম এবং প্রক্রিয়ায় বারবার সংশোধনের ফলে নানারকম সমস্যা তৈরি হয়। করদাতারা প্রতিমুহূর্তে যেসব সমস্যার সম্মুখীন হন এই বইটিতে প্রায় ৫হাজার সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
Site Admin | June 27, 2025 11:12 AM
আয়কর দপ্তর একটি বিশেষ বই প্রকাশ করেছে করদাতাদের সুবিধার্থে
