আমেরিকা আগামীকাল বারোটি দেশকে তাদের রপ্তানিকৃত পণ্যের ওপর প্রযোজ্য শুল্কহার জানাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করে জানিয়েছেন প্রস্তাবিত শুল্কের পরিমাণ দেশগুলিকে বাধ্যতামূলকভাবে মানতে হবে, তা নাহলে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন,কিছু কিছু ক্ষেত্রে শুল্কের পরিমাণ ৭০শতাংশ পর্যন্ত হতে পারে এবং নতুন এই বিধি আগামী মাসের ১ তারিখ থেকে কার্যকর হতে পারে। এর আগে, গত এপ্রিল মাসে, ট্রাম্প চিন সহ বেশিরভাগ দেশের ওপর ন্যূনতম ১০ শতাংশ এবং কিছু দেশের ক্ষেত্রে আরও বেশি হারে শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। যদিও এই সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রয়েছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত, ব্রিটেন এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে।
অন্যদিকে, ভারত এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত কোনও চুক্তি করেনি। ভারতের কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারে আরও বেশি করে মার্কিনী দ্রব্য ব্যবহারের জন্য সে-দেশের তরফে যে দাবি জানানো হয়েছিল, তা দেশের ক্ষুদ্র কৃষকদের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বস্ত্র ও জুতো রপ্তানির ক্ষেত্রে শুল্কের হার কমানো যায় কি না, তা নিয়েও চিন্তা-ভাবনাচলছে।কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীপীযূষ গোয়েল বলেছেন, ভারত সময়সীমার চাপে বাণিজ্য-চুক্তির ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করবে না এবং চুক্তিস্বাক্ষরের ক্ষেত্রে শুধুমাত্র জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।