মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 24, 2025 7:19 AM

printer

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান ও ইজরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান ও ইজরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই এই সংঘর্ষ বিরতি কার্যকর হবে। কাতারে মার্কিন বায়ু সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হানার কিছুক্ষণ পরেই গতরাতে ট্রাম্প এই ঘোষণা করেন।
ট্রুথ সোশ্যালে তাঁর বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য পূরণ হয়েছে। এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি শুরু হবে। ট্রাম্প ঐ বিবৃতিতে আরও জানিয়েছে, কয়েকটি পর্যায়ে এই সংঘর্ষবিরতি প্রয়োগ হবে। ইরান প্রথমত সংঘর্ষ বিরতিতে উদ্যোগ নেবে। পরে ইজরায়েল প্রথমে ১২ ঘন্টা ও তারপর ২৪ ঘন্টা সংঘর্ষ বিরতির মাধ্যমে ১২ দিন ধরে চলা এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এই বিবৃতিতে বলা হয়েছে, উভয়পক্ষের সংঘর্ষ বিরতিকালে অপর পক্ষকে শান্ত এবং অন্যের আচরণের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন