বুথ স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্যে নতুন আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি আজ শুরু হচ্ছে। এর মূল লক্ষ্য, রাজ্যের ৮০ হাজার বুথে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যার দ্রুত সমাধান। সেই জন্যে রাজ্য সরকার বুথপিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা।
মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত এবং তুলনামূলক কম সময়ে কম খরচে সম্পন্ন করা যায় এধরণের ১৫ রকম কাজ, এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এর মধ্যে রয়েছে—নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক বসানো, রাস্তায় আলো বসানো, কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত, খেলার মাঠ নির্মাণ প্রভৃতি। স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতেই প্রকল্প নির্বাচন হবে বলেও জানা গেছে।