আবহাওয়া দফতর জানিয়েছে, এবছর সারা দেশেই মরসুমি বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে। এবছর বর্ষা নির্ধারিত সময়ের আগেই ঢুকেছে এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম তাপপ্রবাহের দিন আসবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, মধ্য ও পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকায় আগামী মাসে তাপপ্রবাহ কম হবে। আজ নতুন দিল্লীতে ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রন জানিয়েছেন, শুধুমাত্র দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাই নয়, মধ্য ভারতের বিভিন্ন অংশেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের মহা নির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ৫ই জুন থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ১০৬ শতাংশ বৃষ্টি হবে।
Site Admin | May 27, 2025 10:01 PM
আবহাওয়া দফতর জানিয়েছে, এবছর সারা দেশেই মরসুমি বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে।
