আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ২১ জুন অনুষ্ঠিত হতে চলা ‘যোগ সঙ্গম’ আয়োজনের জন্য দেশজুড়ে ৫০ হাজারেরও বেশি সংগঠন তাঁদের নাম নথিভুক্ত করেছে। আয়ুষ মন্ত্রক তাদের বিবৃতিতে জানিয়েছে যে যোগ সঙ্গম ২০২৫-এর জন্য রাজস্থানের ১১ হাজারেরও বেশি সংগঠন নিবন্ধিত হয়েছে, যা সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ। মরু শহরের পরে সাত হাজারেরও বেশি নিবন্ধন সহ তেলেঙ্গানা দ্বিতীয় স্থানে এবং প্রায় পাঁচ হাজার নিবন্ধন সহ মধ্যপ্রদেশ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
উল্লেখ্য এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম -‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ’।মন্ত্রক সূত্রে জানা গেছে আগামী ২১ জুন এক লক্ষেরও বেশি স্থানে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান, যোগ সঙ্গম ২০২৫ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের তরফ থেকে এই বিশ্বব্যাপী উদযাপনে দেশের সমস্ত নাগরিক, প্রতিষ্ঠান এবং সম্প্রদায়কে একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।