আন্তর্জাতিক ক্রিকেট পর্ষদ, আই সি সি টেস্ট ম্যাচ এবং সাদা বলের ক্রিকেটে নতুন নিয়মবিধি ঘোষণা করেছে। জুন মাস থেকেই টেস্ট ম্যাচের ক্ষেত্রে এবং সাদা বলের ক্রিকেটে জুলাই মাস থেকে এই নিয়ম কার্যকর হবে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারে দুটি নতুন বল ব্যবহারের যে নিয়ম প্রচলিত ছিল সংশোধিত নিয়মে ৩৪ ওভার পর্যন্ত দুটি বল ব্যবহার করা যাবে। এর পরবর্তী সময়ে যে দল ফিল্ডিং করবে তারাই নতুন বল ব্যবহার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। যেসমস্ত একদিনের খেলা ২৫ ওভার বা তার কমে নামিয়ে আনা হবে, সেক্ষেত্রে প্রতি দল কেবলমাত্র একটি করে নতুন বল ব্যবহার করতে পারবে।
এখন থেকে ম্যাচ চলাকালীন খেলোয়াড় পরিবর্তনের নিয়মেও সংশোধন করা হয়েছে। প্রত্যেক দলকে পাঁচজন বদলি খেলোয়াড়ের নাম আগাম জানাতে হবে। এদের মধ্যে একজন উইকেটরক্ষক, একজন ব্যাটার, একজন সিমবোলিং এবং একজন স্পিন বোলিং-এর খেলোয়াড় থাকবেন। পঞ্চম বদলি খেলোয়াড়কে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করা যাবে।