আদিবাসী কল্যাণে রাজ্য সরকার অনেক কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন। আজ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রামের অধিবাসীদের কল্যাণে রাজ্য সরকার নানা প্রকল্প এনেছে। বিনপুর বেলপাহাড়িতে নতুন রাস্তা তৈরি হয়েছে। অলচিকি লিপি ও সাঁওতালি ভাষার উন্নয়নে রাজ্য সরকার নানা কাজ করেছে বলে দাবি করেন তিনি। এক সময় জঙ্গলমহল মাওবাদী কার্যকলাপে উত্তাল থাকলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তাঁর সরকার নানা রকম প্রকল্প নিয়ে এসেছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।
এসআইআর-এর নামে এরাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেন। বাংলা ভাষাকে লাগাতার অপমান করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে, রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছেন। সাংবাদিকদের আজ তিনি বলেন, এস আই আর বলবৎ হলে, ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। রাজ্যের মানুষও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন।