আজ ষষ্ঠী। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা।
সন্ধ্যায় বোধন আমন্ত্রণ অধিবাসের মধ্যে দিয়ে চারদিন ব্যাপী উৎসবের শুরু। যদিও দেবিপক্ষের সূচনা লগ্ন থেকেই কলকাতা ও লাগোয়া শহরতলীর নামকরা পুজো মণ্ডপগুলি তাদের দরজা খুলে দিয়েছে। প্রতিদিনই চোখ ধাঁধানো মণ্ডপ,আলোকসজ্জা, প্রতিমা দেখতে রাজপথে ভিড় উপচে পড়ছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ নামকরা পুজো গুলির থিমের আকর্ষণে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। বাড়তি ভিড় সামাল দিতে রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রেলওয়ে, মেট্রো স্টেশন বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন।