মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 10, 2025 12:26 PM

printer

আজ বিশ্ব সিংহ দিবস।

আজ বিশ্ব সিংহ দিবসরাজকীয় এশীয় সিংহ সংরক্ষণে গুজরাট একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। পোরবন্দরের কাছে অবস্থিত বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য, পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  ২০২৫ সালের সিংহশুমারিতে গুজরাটে ৮৯১টি সিংহের ঐতিহাসিক সংখ্যা রেকর্ড করা হয়েছেগিরের বাইরেও সিংহের আবাসস্থল সম্প্রসারণের ক্ষেত্রে বরদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য এখন রয়েছে ১৭টি সিংহ এবং ২৫টি চিতাবাঘবন বিভাগের রেডিও কলার এবং রিয়েল-টাইম ট্র্যাকিং প্রযুক্তির ব্যবহার সিংহ সংরক্ষণকে আগের চেয়ে আরও কার্যকর করে তুলেছে। স্থানীয় পশুপালকদের অংশগ্রহণ সংরক্ষণকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিক-কেন্দ্রিক করে তুলেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন