আজ বিজয়া দশমী। বাঙালীর প্রাণের উৎসব দুর্গা পুজোর অন্তিম দিন।
দেবী উমা এবার ফিরে যাবেন কৈলাসে। বিদায় বেলায় তাই আকাশে বাতাসে বিষাদের সুর।
ইতোমধ্যেই মন্ডপে মন্ডপে চলছে দেবীবরণ ও সিঁদুর খেলা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজয়া দশমী উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক্স হ্যান্ডেলে নিজের লেখা একটি গানের ভিডিও পোস্ট করে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।
গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। যে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতার বাবুঘাট, দই ঘাট, বিচালি ঘাট, জাজেস ঘাট, বাগবাজার সহ বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে নিরঞ্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন থাকছেন বহু সংখ্যক পুলিশ কর্মী। রিভার ট্রাফিক পুলিশ গঙ্গাবক্ষ থেকে নজরদারি চালাবে। মোতায়েন থাকবে, বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরাও। গঙ্গাদূষণ রুখতে নিরঞ্জনের পরপরই প্রতিমার কাঠামো জল থেকে তুলে ফেলার বন্দোবস্ত করা হয়েছে। সক্রিয় কলকাতা পুরসভাও।
অন্যদিকে, রাজ্য প্রশাসনের অনুরোধে প্রতিমা নিরঞ্জনের জন্য আজ থেকে ৫-ই অক্টোবর পর্যন্ত এবং ৭ ও ৮-ই অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্ররেল চলাচলা নিয়ন্ত্রণ করবে। এই সময় শিয়ালদা-বিবাদী বাগ, বিবাদী বাগ-বারুইপুর লোকাল বাতিল থাকছে। ঘুরপথে চলার পাশাপাশি যাত্রা পথ সংক্ষিপ্ত করা হচ্ছে বেশ কয়েকটি ট্রেনের।