আজ বসুন্ধরা দিবস। পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে বিশ্ব জুড়ে দিনটি পালিত হচ্ছে।
এ বছরের থিম “Our Power, Our Planet”, অর্থাৎ আমাদের গ্রহ, আমাদের শক্তি।
দিনটি পালনের অঙ্গ হিসেবে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ সহ পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির NASC কমপ্লেক্সে ‘সেভ আর্থ’ বা ‘বসুন্ধরা বাঁচাও’ সম্মেলনের উদ্বোধন করবেন। পরিবেশ রক্ষায় বাঁশের সম্ভাবনা এবং অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করার উপায় উদ্ভাবন নিয়ে, সম্মেলনে আলোচনা হবে।
পরিবেশ ও সুস্থায়ী উন্নয়নে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টাস্ক ফোর্সের চেয়ারম্যান পাশা প্যাটেল বলেছেন, লাটুরের ফোনেক্স ফাউন্ডেশন সংস্থা ও ইন্ডিয়ান চেম্বার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচারের যৌথ সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজার ২০০ প্রতিনিধির এই সম্মেলনে যোগ দেওয়ার কথা।
কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়কড়ী, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের’ও, এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখার কথা।
আয়োজকরা, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের জন্য ১৫ জন প্রথম সারির ব্যক্তিকে ‘ইন্ডিয়া সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড -২০২৫’ প্রদান করবেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে ইউনেস্কোর সম্মেলনে , পরিবেশ সুরক্ষিত রেখে পৃথিবীকে বাঁচানোর লক্ষ্যে দিনটি পালনের সুপারিশ করা হয়। ১৯৭০ সালে প্রথম বসুন্ধরা দিবস উদযাপিত হয়।