ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন আই সি এ আর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র সারগাছির উদ্যোগে মুর্শিদাবাদ জেলার ৮০ টি গ্রাম জুড়ে শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। প্রথাগত ধান, গম ও পাট চাষের পাশাপাশি প্রাণীসম্পদ ও মৎসচাষ নিয়ে আজ এক নিবিড় কর্মশালার আয়োজন করা হয়। বহরমপুর শহরের প্রাচীণ বিষ্ণুপুর বিলে মৎস চাষীদের হাতে কলমে উন্নত প্রযুক্তিতে মাছ চাষের প্রশিক্ষণ, বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যাবহারের মত ব্যাবহারিক জ্ঞানের দেবার পাশাপাশি মৎস্য সংরক্ষণ ও জলজ বাস্তুতন্ত্র বজায় রাখার বিজ্ঞানসম্মত পদ্ধতিও শেখানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের সামুদ্রিক মৎস বিজ্ঞান বিভাগের সহ মহা নির্দেশক ড: শুভদীপ ঘোষ, ও কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ড: বি কে দাস।
Site Admin | June 2, 2025 10:11 PM
আই সি এ আর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র সারগাছির উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান
