আই পি এল ট্রফি বিজেতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় উদযাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে সাসপেন্ড করেছেন। একইসঙ্গে আর সি বি দল, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম DNA এন্টারটেনমেন্ট এবং রাজ্য ক্রিকেট অ্যাসোশিয়েশনের প্রতিনিধিদের গ্রেপ্তারেরও নির্দেশ দিয়েছেন তিনি। অনিচ্ছাকৃত হত্যা সহ একাধিক ধারায় এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই ঘটনায় কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাইকেল ডি কুনহার তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশও দেন। কমিশন ৩০ দিনের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। ঐ দিন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা আরো বেশ কয়েকজন পুলিশ আধিকারিককেও সাসপেন্ড করা হয়েছে।
এদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন।