আই এ এস এবং আই পি এস স্তরে রাজ্য সরকার বেশকিছু রদবদল করেছে। এডিজি ও আইজিপি – এসটিএফ বিনীত গোয়েলকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি ও আইজিপি – প্রশাসন করা হয়েছে। এডিজি ও আইজিপি – পলিসি দময়ন্তী সেনকে এডিজি ও আইজিপি –সশস্ত্র-র দায়িত্ব দেওয়া হয়েছে। ডিজি -হোমগার্ড পদে থাকা সঞ্জয় সিং হলেন ডিজি আইজি – সাইবার সেল।
এদিকে, এডিজি আইজি -অ্যাডমিনিস্ট্রেশন অজেয় মুকুন্দ রানাডে হলেন এডিজি -হোমগার্ড। সাইবার সেলের এডিজি হরি কিশোর কুসুমাকারকে, এডিজি আইজি – উপকূল নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এডিজি – লিগ্যাল আনন্দ কুমার তাঁর এই দায়িত্বের পাশাপাশি সামলাবেন পলিসির দায়িত্ব। আইজিপি-২ – সিআইডি শঙ্খশুভ্র চক্রবর্তী অতিরিক্ত হিসেবে সাইবার সেলের দায়িত্ব পালন করবেন। গতকাল এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য পুলিশ।