আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ ৪২ রানে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে।
লখনউ এর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ব্যাঙ্গালুরু টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায়। হায়দ্রাবাদ ২০ ওভারে ৬ উইকেটে ২৩১ রান তোলে। ঈশান কিষান ৯৪ রানে অপরাজিত থাকেন। রোমারিও শেপার্ড দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু ১৯ ওভার ৫ বলে ১৮৯ রানে অলআউট হয়ে যায়। ফিল সল্ট ৬২, বিরাট কোহলি ৪৩ রান করেন। হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স তিনটি,ঈশান মালিঙ্গা দুটি উইকেট নেন।
ঈশান কিষান ম্যাচের সেরা হয়েছেন।
এই জয়ের পর হায়দ্রাবাদ ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রইলো। আরসিবি সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রইলো।