অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা এ এম সি এ প্রোগ্রাম এক্সিকিউশন মডেলে অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
দেশের মধ্যে এরোস্পেস শিল্পকে আরও শক্তিশালী করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগের ফলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রই প্রতিযোগীতামূলক ভিত্তিতে সমান সুযোগ পাবে৷ দেশীয় প্রযুক্তিতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট নির্মাণের ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুপূর্ণ এক মাইলস্টোন হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে।