মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 22, 2025 11:26 AM

printer

অসামরিক উড়ান চলাচল মন্ত্রক জানিয়েছে, আঞ্চলিক সংযোগ প্রকল্প উরে দেশ কা আম নাগরিক_  উড়ানের আওতায় গত ৯ বছরে ৩ লক্ষ ২৩ হাজারের বেশি উড়ানে  ১ কোটি ৫৬ লক্ষের মতো যাত্রী পরিষেবা পেয়েছেন

অসামরিক উড়ান চলাচল মন্ত্রক জানিয়েছে, আঞ্চলিক সংযোগ প্রকল্প উরে দেশ কা আম নাগরিক_  উড়ানের আওতায় গত ৯ বছরে ৩ লক্ষ ২৩ হাজারের বেশি উড়ানে  ১ কোটি ৫৬ লক্ষের মতো যাত্রী পরিষেবা পেয়েছেন। জাতীয় অসামরিক উড়ান চলাচল নীতির আওতায় ২০১৬ র ২১শে অক্টোবর এই উড়ান প্রকল্প চালু হয়। এর নবম বর্ষ পূর্তি উপলক্ষে নতুন দিল্লীতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অসামরিক উড়ান পরিবহণ সচিব সমীর কুমার সিনহা বলেন, এই উড়ান কর্মসূচী শুধুমাত্র কোন প্রকল্প নয়,ভারতের উন্নয়নের যাত্রাপথে  আকাশে  সফর আরও সহজ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে  সরকারের অঙ্গিকারবদ্ধতার প্রতিফলন। সম্প্রসারিত উড়ান পরিকাঠামর আওতায় ২০২৭ এর এপ্রিলের পরেও এই কর্মসূচী চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এতে পার্বত্য এলাকা, উত্তর পূর্বাঞ্চল ও সম্ভাবনাপূর্ণ অঞ্চল সহ ১২০ টি নতুন গন্তব্যে উড়ান পরিষেবা চালু করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে।  

উল্লেখ্য, বিমান চলাচল সহজলভ্য ও  সাশ্রয়ী  করে তুলে সাধারণ মানুষকে এ ব্যাপারে আকৃষ্ট করতে  এই উড়ান প্রকল্পের আওতায় ৬৪৯  টি রুট ইতোমধ্যেই চালু হয়েছে।এর মধ্যে আছে ১৫ টি হেলিপোর্ট ও ২ টি ওয়াটার এরোড্রম সহ ৯৩ টি বিমান বন্দর।   

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।