মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2025 12:14 PM

printer

অর্থমন্ত্রী ডঃ নির্মলা সীতারমণ গতরাতে রিও ডি জেনেইরোয় ব্রিকস সম্মেলন চলাকালীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন।

অর্থমন্ত্রী ডঃ নির্মলা সীতারমণ গতরাতে রিও ডি জেনেইরোয় ব্রিকস সম্মেলন চলাকালীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন।

ব্রিকসের সদস্য দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নরদের সঙ্গে আলোচনার পাশাপাশি তিনি রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুনভের সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা ও নিউ ডেভলপমেন্ট ব্যাঙ্ক সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। ডঃ সীতারমন, চিনের অর্থমন্ত্রী লো ফোয়ানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিশ্বের দুই দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির রাষ্ট্র, বৈশ্বিকবৃদ্ধি ও অন্তর্ভুক্তি মূলক উন্নয়নের বিভিন্ন বিষয়ে কীভাবে অংশগ্রহণ করতে পারে তা নিয়ে আলোচনা হয়। প্রাচীন সভ্যতার কাল থেকে দু দেশের মধ্যে সম্পর্ক ও অর্থনৈতিক প্রভাবের কথা বিবেচনায় রেখে, দু দেশ কীভাবে পরস্পরের সাহায্য করতে পারে তার ওপর ডঃ সীতারামন বিশেষ জোর দেন।

ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদ্দাদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী দক্ষিণ গোলার্ধের দেশগুলির মধ্যে সংযোগ বৃদ্ধি ও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা হয়েছে কপ থার্টি সম্মেলনে গৃহীত প্রস্তাব ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও। এ ছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা, রাষ্ট্রসঙ্ঘ ও জি টোয়েন্টিতে কী করে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো যায় তা নিয়েও দু দেশের অর্থমন্ত্রী আলাপ আলোচনা করেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন