অভয়া কাণ্ডের এক বছর পর, ফের একবার ‘রাতভর প্রতিবাদ’ কর্মসূচীর ডাক দিয়েছে ‘ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট’।
গতকাল এক সাংবাদিক বৈঠকে ফ্রন্টের সদস্য ডক্টর দেবাশীষ হালদার, অনিকেত মাহাতো সহ অন্যরা জানান, আগামী ৮ ই আগস্ট রাত বারোটা থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত রাস্তায় থাকবেন তাঁরা। দেবাশীষ জানান, ৯ই আগস্ট সকালে ‘ক্রাই অফ আওয়ার’-এর সামনে জমায়েত হবে। অভয়া কাণ্ডে নির্যাতনের ঘটনা রাজ্যবাসী ভোলেননি বলে মন্তব্য করেন তিনি।
অনিকেত মাহাতো জানিয়েছেন, মশাল মিছিল, রাখী বন্ধন, মানব বন্ধন সহ একাধিক কর্মসূচী রয়েছে তাঁদের। এছাড়া কসব কান্ডের প্রেক্ষিতে রাজ্যের সব কলেজ বিশ্ব বিদ্যালয়ে হুমকী সংস্কৃতির প্রতিবাদে সামিল হওয়ার’ও আহ্বান জানিয়েছে জুনিয়ার ডক্টর্স ফ্রন্ট।
অন্যদিকে, ৯’তারিখেই ‘অভয়া মঞ্চে’র আহ্বানে, কালীঘাট এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘নবান্ন অভিযানে’র ডাক দিয়েছেন। শুভেন্দু গতকাল সাংবাদিকদের বলেন, রাজ্যে নারী নির্যাতন যেভাবে বেড়ে চলেছে, তার প্রতিবাদেই এই কর্মসূচী।