অপারেশন সিন্দুরে ভারতের সাফল্য এবং সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের পদক্ষেপের কূটনৈতিক প্রচারের অঙ্গ হিসেবে, সাতটি সংসদীয় প্রতিনিধিদল তাদের বিদেশ সফরকালে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছে।
কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল কলম্বিয়ার রাজধানী বোগোটায় পৌঁছেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী থারুর বলেন, যারা সন্ত্রাসবাদীদের প্রেরণ করে এবং যারা তাদের প্রতিরোধ করে তাদের কখনোই এক হতে পারে না। একজন সন্ত্রাসবাদীর শেষকৃত্যে পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ সদস্যদের উর্দিপরিহিত অবস্থায় উপস্থিত থাকার ঘটনার কথা উল্লেখ ক’রে তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।
NCP সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে আরেকটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ দক্ষিণ আফ্রিকায় তাদের সফর শেষ করেছে। সফরকালে, প্রতিনিধিদলটি রাজনৈতিক নেতা, বহু চিন্তাশীল ব্যক্তিত্ব এবং দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। জোহানেসবার্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুপ্রিয়া সুলে বলেন, দক্ষিণ আফ্রিকা সন্ত্রাসবাদের প্রতি ভারতের ‘জিরো টলারেন্স’ নীতিকে সমর্থন করেছে।
DMK সাংসদ কানিমোড়ির নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল লাটভিয়ার রিগায় পৌঁছেছে। লাটভিয়ায়, ভারতের রাষ্ট্রদূত নম্রতা কুমার তাঁদের স্বাগত জানিয়েছেন। রিগায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতিনিধিদলটি, লাটভিয়ার সংসদ সদস্য এবং সংসদের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করবে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এবং লাটভিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুদৃঢ়।
JDU সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল ইন্দোনেশিয়ার জাকার্তায়, সেদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং গবেষকদের সঙ্গে মতবিনিময় করার সময়, দেশে শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখার জন্য আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছে।
বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল সৌদি আরবের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দিরিয়া এবং ঐতিহ্যবাহী মাটির ইটের স্থাপত্যের জন্য পরিচিত মাটির শহর দিরিয়াহ পরিদর্শন করেছে।