অপারেশন ব্রহ্মা-র অধীনে ভারতের পক্ষ থেকে পাঠানো প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের ইয়াংগং-এ পৌঁছেছে। হিন্ডন বিমানঘাঁটি থেকে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, শুকনো ও তৈরি খাবারের প্যাকেট, জেনারেটর সেট সহ প্রয়োজনীয় ত্রান সামগ্রী ভারতীয় বায়ু সেনার সি – ওয়ান থারটি জে বিমানটি আজ সেদেশে পৌঁছয়। সেখান থেকেই আজ আরও দুটি বিমান, ত্রাণ সাহায্য সহ সেদেশের উদ্দেশে রোনা দেবে। পাঠানো হচ্ছে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধপত্র, সিরিঞ্জ, গ্লাভস ও ব্যান্ডেজও।
সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন, এই বিমানে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং চিকিত্সক দল সেখানে যাচ্ছে। সরকার সামগ্রিক পরিস্থিতির ওপর নিরন্তর নজর রেখে চলেছে। এব্যাপারে কি কি সাহায্য আরও করা যায়, তা পর্যালোচনা করা হবে।
মায়ানমারের ভারতীয় দূতাবাস জানিয়েছে, অত্যন্ত দ্রুত সহায়তা পোঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। সেখানকার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দূতাবাস যোগাযোগ রেখে চলেছে। যেকোনো রকম প্রয়োজনে খোলা হয়েছে জরুরী টেলিফোন লাইন।
এদিকে অন্যান্য দেশ থেকেও আসছে সাহায্য। রাশিয়ার জরুরী পরিষেবা মন্ত্রক ১২০ জন উদ্ধারকারী এবং ত্রাণ সাহায্য সহ দুটি উড়ান সেদেশে পাঠিয়েছে। চীনের ইউনাম থেকে ৩৭ সদস্যের একটি দল আজ সকালে ইয়াংগং পৌঁছন। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় সাহায্য পৌঁছে দিতে আরও ৫০ জন আগামীকাল সেখানে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা বাবদ ৫০ লক্ষ ডলার অর্থ সাহায্য পাঠানো হয়েছে।
Site Admin | March 29, 2025 12:55 PM
অপারেশন ব্রহ্মা-র অধীনে ভারতের পক্ষ থেকে পাঠানো প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের ইয়াংগং-এ পৌঁছেছে।
