অন্য দেশের ওপর ভারতের নির্ভরশীলতা দেশের অন্যতম বৃহত শত্রু বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন। গুজরাটের ভাবনগরে আজ ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে যোগ দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ এর মধ্যে উন্নত ভারতের স্বপ্ন সাকার করতে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে ওঠার এটাই সঠিক সময়। এই সময়ের মধ্যে বিশ্ব সমুদ্র বাণিজ্যে ভারতের অংশগ্রহণ তিনগুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলছে।
১৪০ কোটি ভারতবাসীর ভবিষ্যৎ বাইরের শক্তির ওপর ছেড়ে দেওয়া যাবে না বলে উল্লেখ করে শ্রী মোদী জানান, একশ’ সমস্যার সমাধান হলো আত্মনির্ভর ভারত নির্মাণ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩৪ হাজার ২০০ কোটি টাকার’ও বেশী মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল সহ ৭’হাজার ৮০০ কোটি টাকা মূল্যের বৃহৎ সামুদ্রিক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন তার ঐতিহ্য পুনরুদ্ধারে কঠোর পরিশ্রম করছে এবং সামুদ্রিক ক্ষেত্রে বিশ্ব শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী মোদী, কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি নতুন কন্টেনার টার্মিনালের’ও উদ্বোধন করেন।