মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 12, 2025 2:30 PM

printer

অত্যধিক গরম ও তাপপ্রবাহের জন্য আগামী দু’দিন স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার

রাজ্যের বিভিন্ন জেলায় অত্যধিক গরম ও তাপপ্রবাহের জন্য আগামীকাল ও শনিবার দু’দিন স্কুল ছুটি দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর আজ এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে নির্দেশিকা পাঠিয়েছে। ‌ সেখানে বলা হয়েছে কয়েকটি জেলায় দাবদাহের কারণে আগামীকাল ও শনিবার সরকারি ও সরকার-পোষিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে পঠন-পাঠন বন্ধ থাকবে। তবে পার্বত্য এলাকার স্কুলগুলিকে এর বাইরে রাখা হয়েছে।

এদিকে, দক্ষিনবঙ্গে আগামী ১৬ তারিখ পর্যন্ত বর্ষা প্রবেশের সম্ভবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আজ বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টি হবে। আগামী কাল থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিনবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভবনা। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।