অজিঙ্ক রাহানে মুম্বই রঞ্জি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আজ সমাজ মাধ্যমে পোস্ট করে দলের অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা করেন রাহানে। তিনি পোস্টে লিখেছেন, ঘরোয়া ক্রিকেটে নতুন মরশুমের কথা মাথায় রেখে নতুন অধিনায়ক তৈরি করা উচিত। একজন খেলোয়াড় হিসেবে তিনি দলে তার সেরাটা দিতে চান। রাহানের নেতৃত্বেই ২০২৩-২৪ মরশুমে মুম্বই তাদের ৪২ তম রঞ্জি ট্রফি জেতে। তার নেতৃত্বে ২০২৪-২৫ মরশুমে রঞ্জি ট্রফির সেমিফাইনাল পর্যন্ত পৌঁছয় মুম্বই। প্রসঙ্গত আসন্ন দলীপ ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের জন্য পশ্চিমাঞ্চল দলে জায়গা হয়নি অভিজ্ঞ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের। পশ্চিমাঞ্চল দলের নেতৃত্ব দিচ্ছেন শার্দুল ঠাকুর। অজিঙ্ক রাহানে অধিনায়কের পদ ছাড়ার পর মুম্বই রঞ্জি দলের নতুন অধিনায়ক হিসেবে শার্দুল ঠাকুর ও শ্রেয়স আইয়ারের নাম আলোচনায় আসছে।